বুধবার, ৮ এপ্রিল, ২০২০

পেপটিক আলসার ডিজিজ বা পাকস্থলীর ক্ষত রোগ (পর্ব - ২)

পেপটিক আলসার ডিজিজ বা পাকস্থলীর ক্ষত রোগ (পর্ব - ২)

Investigation: - রোগের লক্ষন দেখে রোগ নির্নয় করা যায় প্রায় ৮০ ভাগ কিন্তু ২০ ভাগ এর ক্ষেত্রে পরীক্ষা নির্ভর হতে হয়। নিচে পরীক্ষা গুলোর নাম ও কেন পরীক্ষা করারা প্রয়োজন তা সংক্ষেপে দেয়া হল -
  1. Upper GIT Endoscopy (and four quadrant biopsy for histopathological) 
    • এ পরীক্ষার দ্বারা ১০০ ভাগ নিশ্চিত হওয়া যায়। কিন্তু সব সময় এ পরীক্ষা করা সম্ভব হয় না।
    কখন এ পরীক্ষা করা সম্ভব হয় নাঃ -
  • যদি রোগী নিজে Upper GIT Endoscopy করতে চায় না।
  • রোগী পরীক্ষা করাতে চায় কিন্তু পরীক্ষা করার জন্য রোগী শারীরিক ভাবে সুস্থ্য নয়।
  • রোগী যদি সম্প্রতি মায়োর্ডিয়াম ইনফ্রকেশন নামক অসুখে ভুগেন।
  • রোগী যদি অস্থায়ী বুকের ব্যাথা (Unstable angina) নামক হার্টের অসুখে ভূগেন। 
  • (ECG নামক পরীক্ষা দ্বারা ও বুকের ব্যাথার কিছু নমুনা পর্যাচলনা করে। অভিজ্ঞ ডাক্তারগন (Recent Myocardial Infarction ও unstable angina) নিশ্চিত করতে পারেন।)
  • রোগীর যদি “এটলানটো-এক্সিয়াল জয়েন্ট” মাথার খোলী যে হাড়ের উপর আটকে থাকে যে স্থানে হাড় ক্ষয় জনিত রোগ থাকে।
  • রোগী যদি আলাদা দাঁত লাগানো থাকে যা প্রয়োজনে খোলা যায় , কোন দাঁত যদি নড়তে থাকে যে কোন সময় মাড়ি থেকে খোলে আসার সম্ভাবনা থাকে।
এ সব কারনে যদি  Upper GIT Endoscopy করানো সম্ভব না হয় তবে এর বিকল্প হিসেবে 
  • Barium meal x-ray of stomach and duodenum with cap seriseঅথবা
  • Double contrast barium meal x-ray of stomach and duodenum 
   
এর যে কোন একটি পরীক্ষা করা যায়।
  1. Screening for Helicobacter pylori - হেলিকো ব্যাকটর পাইলোরি নামক জীবানু দ্বারা প্রায় ৮০ - ৯০ ভাগ পেপটিক আলসার হয়ে থাকে তাই কারন হিসেব এটি দায়ী কিনা নিশ্চিত হওয়ার জন্য নিম্নোক্ত পরীক্ষা করা যায়-
    • Non-invasive test
      1. Serology
        • Anti H.pylori antibody IgG -( 90% sensitive, 83% specific) 
      2. Urea breath test with 13c or 14c
      3. Fecal antigen test(97% sensitive , 96% specific) 
    •  Invasive test, antral biopsy by endoscopy 
      1. Rapid urease test eg
        • CLO test 
        • Pyloritek test
      2. Histology (Modified Giemsa stain of gastric biopsy specimen)
      3. Microbiological culture (biopsy material in a specific media )

  1.  Stool R|M|E
অনেক সময় হোক ওয়ার্ম নামক ক্রিমিক কারনে পাকস্থলীর দেয়াল থেকে রক্তক্ষরন হয় যা খালি চোখে দেখা যায় না, এ দ্বারা আক্রান্ত রোগীর পায়খানা সাধারনত কালো রংয়ের হয়। এ পরীক্ষার দ্বারা তা নিশ্চিত হওয়া যায়।
  • Stool R|M|E
    • For ova trophozoites 
    • Occult blood test 
  1. Blood for 
    • Hb%
    • ESR
    • CRP
এ পরীক্ষার দ্বারা রোগী রক্তশুনতায় ভূগছেন কি না এবং তার শরীরে দীর্ঘকালীন কোন Infaction রোগ আছে কিনা নিশ্চিত হওয়া যায়। 
  1. Other to exclude other causes 
    • Complete Blood Count (CBC) - যদি এনিমিয়া বা রক্তস্বপতা থাকে
    • Liver Function Test (LFT) - যদি হেমাটোমেসিস বা রক্তবমি এবং মেলেনা বা পায়খানার সাথে রক্তঝরে
    • Blood urea, serum creatinine, serum electrolytes - যদি GOO বা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থাকে 
    • USG - whole abdomen - যদি পিওথলীর পাথর, কিডনীর কোন অসুখের কারনেম এ পেনডিস্ক বা সালফিংস (মহিলাদের বেলায়)  এর কোন অসুখ কি না তা নিশ্চিত হওয়ার জন্য 
    • Gastric juice analysis - পেনক্রিয়াটাইটি,গ্যাস্ট্রাইসিস নিশ্চিত হওয়া জন্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুহররম মাসের মর্যাদা ও করনীয়

মুহররম মাস ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ মাস। কুরআন থেকে এ মাসের মর্যাদাঃ  ১) হারাম মাস হিসেবে মুহাররমের মর্যাদা, আল্লাহ ত...