লেখক পরিচিতি

পরিচিতি


শামছ, মিষ্টি ভাষী সুদর্শন টগবগে যুবক, সিলেটের সম্ভ্রান্ত "মুফতি পরিবারে" ১১ই নভেম্বর ১৯৮০ সালে জন্ম, বাবা ইঞ্জিনিয়ার আর মা আদর্শ গৃহিণী দুজনই পরপারের বাসিন্দা, ৬ ভাই ২ বোনের মাঝে তিনি চতুর্থতম, পেশায় একজন চিকিৎসক, ২০০৮ সালে SUST থেকে MBBS ডিগ্রী অর্জন  করেন, এরপর পর্যায়ক্রমে USTC থেকে FMD, BCGP থেকে FCGP, BIRDEM থেকে CCD,EDC এবং DIU থেকে CMU,DMU স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করেন। বর্তমানে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে "নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি" বিভাগে রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব পালন করছেন।

লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক গণসচেতনতা মূলক বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয় নিয়ে তার লেখা স্থানীয় দৈনিক পত্রিকা ছাড়াও "হেলথ্ ম্যাগাজিন" নামক স্বাস্থ্য বিষয়ক মাসিক পত্রিকায় প্রায়ই প্রকাশিত হয়। সমাজে ঘটে চলা বিভিন্ন ঘটনা সবার মনেই দাগ কাটে যা কি না তার   কবিতা চর্চার সূচনালগ্ন। প্রতিটি কবিতা চলমান সমাজ জীবনের প্রতিচ্ছায়া। "সময়ের প্রতিধ্বনি" কবিতার বই যেন দেশ ও সমাজের এক ছন্দবদ্ধ রুপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুহররম মাসের মর্যাদা ও করনীয়

মুহররম মাস ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ মাস। কুরআন থেকে এ মাসের মর্যাদাঃ  ১) হারাম মাস হিসেবে মুহাররমের মর্যাদা, আল্লাহ ত...