শনিবার, ২৮ জুন, ২০২৫

মুহররম মাসের মর্যাদা ও করনীয়

মুহররম মাস ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ মাস।

কুরআন থেকে এ মাসের মর্যাদাঃ 

১) হারাম মাস হিসেবে মুহাররমের মর্যাদা, আল্লাহ তাআলা বলেন– "নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি, যা আল্লাহর কিতাবে (লাওহে মাহফুজে) আসমান ও জমিন সৃষ্টির দিন থেকেই নির্ধারিত। এর মধ্যে চারটি মাস সম্মানিত। এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন। সুতরাং তোমরা এ মাসগুলিতে নিজেদের উপর জুলুম করো না" (সূরা তাওবা, আয়াত ৩৬)

   - এই চারটি হারাম মাস হলো: জিলকদ, জিলহজ, মুহাররম ও রজব। 


২) সময়ের হিসাব ও হিজরি ক্যালেন্ডার, আল্লাহ বলেন– "লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, এটা মানুষের জন্য সময় নির্ধারণকারী এবং হজের জন্য" (সূরা বাকারা,আয়াত ১৮৯)


হাদিস থেকে এ মাসের মর্যাদাঃ 

১) রসুলুল্লাহ (সাঃ) বলেছেন–"রমজানের পর সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহাররমের সিয়াম" (সহিহ মুসলিম, হাদিস ১১৬৩)


২) তিনি আরও বলেন– "মুহাররম হলো আল্লাহর মাস, যা বছরের সর্বশ্রেষ্ঠ মাসগুলোর অন্যতম" (সুনানে নাসাঈ, হাদিস ৪২১৬) .  


৩) আশুরার সিয়ামের গুরুত্ব, রসূলুল্লাহ (সাঃ) বলেন– "আশুরার সিয়াম (১০ মুহাররম) পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দেয়" (সহিহ মুসলিম, হাদিস১১৬২)


৪) ইহুদিদের বিরোধিতা করতে ৯ ও ১০ অথবা ১০ ও ১১ মুহাররম সিয়াম পালন করার নির্দেশ দিয়েছেন (মুসনাদ আহমদ, হাদিস২১৫৪)


৫) ইতিহাস ও তাৎপর্য, আশুরার দিনে আল্লাহ মূসা (আঃ) ও বনি ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন (সহিহ বুখারি)


৬) তাওবা ও ইস্তিগফার, এই মাসে তাওবা কবুলের বিশেষ সুযোগ রয়েছে (তিরমিজি, হাদিস ৭৪১)


★বিশেষত আশুরার সিয়াম বা ১০ মহররম এর সিয়াম পালন করা সুন্নত। এই সিয়াম একদিন ১০ তারিখ অথবা ৯ ও ১০ মহররম অথবা ১০ ও ১১ তারিখ পালন করা উত্তম। ২০২৫ সালে বাংলাদেশে আশুরা পালিত হবে ৬ জুলাই রবিবার ,তাই সিয়াম পালন করা যেতে পারে ৬ জুলাই অথবা ৫ ও ৬ জুলাই অথবা ৬ ও ৭ জুলাই।


★আইয়ামে বিজ ৯-১০-১১ জুলাই মাসের তিন দিন সিয়াম পালন করা, আইয়ামে বিজ (أيام البيض) হলো ইসলামী চন্দ্র মাসের প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে পালনকৃত বিশেষ তিন দিন, যেগুলোতে সিয়াম পালন করা মুস্তাহাব (প্রশংসনীয়)। এই দিনগুলোর রাতগুলো চাঁদের আলোয় উজ্জ্বল হওয়ায় এদেরকে "শুভ্র দিন" বা "আলোকিত দিন" আইয়ামে বিজ বলা হয় ।  


আইয়ামে বিজের গুরুত্ব ও ফজিলত

   - রাসুলুল্লাহ (সা.) বলেন, "প্রতি মাসে তিন দিন রোজা রাখলে তা ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখো" (তিরমিজি, নাসাঈ)।  

   - অন্য হাদিসে এসেছে, "এটি সারা বছর সিয়াম পালন করার সমতুল্য" (বুখারি, মুসলিম)।


আমরা চেষ্টা করবো মহররম মাসের করণীয় হিসাবে

১) সিয়াম পালন করাঃ-

– আশুরার তারিখ ৬ জুলাই রবিবার, ৫-৬ জুলাই, ৬-৭ জুলাই, 

– আইয়ামে বিজ ৯-১০-১১ জুলাই 

– প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করা 


২) নেক আমল ও ইবাদত বৃদ্ধি করাঃ-

   - এই মাসে বেশি বেশি নফল সালাত, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও তাওবা-ইস্তিগফার করা উচিত।


উদ্দেশ্য হলো ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, সকল প্রকার বিদআত থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের কবুল করুন, নেক আমল করা সহজ করে দিন, (আমিন)

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

শুভঙ্করের ফাঁকি

শুভঙ্করের ফাঁকি

কন্যা তুমি ধর্ষিতা হও এটাই সমাজ চায়!
বলতে পারো তা না হলে বিচার কি সে পায়?
হিংস্র দানব জন্মে মানব সুযোগ পেলেই হায়
বায়না ধরে বাধ্য করে খুবলে তোরে খায়।

পশুর সাথে আজ সমাজে দারুণ বুঝি মিল
পথে ঘাটে দিনে রাতে চলাই যে মুশকিল !
হিংস্র বলে এমন চলে দারুণ দাপট তার
কার ইশারায় কেমন করে পায় সে বল পার।
কিসের টানে সবাই মানে পায় গো তারে ভয়
ইচ্ছেমতোই ঘুরে বেড়ায় বিচার কি আর হয়?

গর্ভগৃহে বাস

গর্ভগৃহে বাস 

গর্ভের সন্তান কি জানে,
পৃথিবী নামক মানব আবাস স্থলে সে আসবে কবে?
গর্ভগৃহ ছেড়ে জীবনে ভেলায় ভাসতে সে বাধ্য হবে ?

সে কি ভাবতে থাকে,
এটাই তার জীবনের সমাপ্তি!
পৃথিবীকেন্দ্রিক তার জীবনকথার ব্যাপ্তি! 
পৃথিবীর জন্য নিজেকে মানিয়ে নিতে এখন গর্ভগৃহ বাস!
পৃথিবীর সে জীবনে কেমন হবে তার আগামীর পথচলা ?"

ঠিক জানি না!
হয়তো সে ভাবে, গর্ভগৃহ ছাড়া আর কোন জীবনই নেই!

আসবে কবে

আসবে কবে
 
তোদের হাত খরচের খরচাপাতি হাজার খানেক,
মোদের ঘাম জড়ানো শ্রমেই যে পার সপ্তাহ চারেক।
তোদের এসি ঘরে নাস্তাভরা টেবিলটাতে কুকুর যে খায়,
আজো তারা ঘাম জড়িয়ে দিনের শেষে ভাতের সাথে মরিচ কি পায়?
তোদের মেদ জমা ঐ শরীর গড়ে খাবার খেয়ে জিমের পড়ে,
মোদের চামড়া মেশা মাংসগুলো হাড় ভংগা শ্রমেই গড়ে।

তোদের গেট দারোয়ান কুকুর কাদে ভিক্ষা দিতে,
মোদের গা জড়িয়ে কুকুর ঘুমায় কাঁপন ধরা রাতের শীতে।
তোদের কাছে দিনে রাতে হাত পেতে ঐ ফকির কাঁদে,
মোদের তরে ঠাট্টা করে ফকির কাদে দিনের বাদে।
তোদের জুতার ফিতায় রক্ত লোকায় নানা রঙে,
মোদের রক্ত শোকায় রোগের রূপের নানান ঢঙে।

স্বার্থপর

স্বার্থপর  

যত্ন নিয়ে কষ্ট সয়ে গর্ভে করে ধারণ,
প্রসব ব্যথা সহ্য করে জন্ম দিলি, বলতে কি তা বারণ? 
লালনপালন করার ভার তোর ঘাড়েতে ন্যস্ত,
নিজের কথা ভুলে গিয়ে থাকতি তাতে ব্যস্ত।
নির্ঘুম রাত পার যে হতো দিনের পরে দিন,
টাকায় কি আর হয়রে শোধ মানব গড়ার ঋণ?
কটু  কথার সাথে ব্যথা সহ্য করে যাস,
তোর মায়াতে ক'জন বুঝে কখন কি তুই খাস?

সে জন কই

সে জন কই

দুঃখ পাড়ায় জন্ম আমার সুখ যে কোথায় পাই,
সুখের খুঁজে মগ্ন থেকে দুঃখ ভুলে যাই।
পিলখানার ঐ লাশের স্তুপে কাঁদছে বাবা মা,
দেশ মায়ায় তারাই বুঝি বাড়িয়েছিল পা।

সাগর রুনি হারিয়ে গেলো ছুট্ট সোনা কাঁদে,
খবর কি কেউ বলতে পারো খাবার কে তার রাঁধে?
রাস্তা ঘাটে বাসের চাকায় ট্রেনের ছোয়ায় শত
একে একে মরছে কত বাড়ছে মনের ক্ষত।

প্রতীক্ষা

প্রতীক্ষা 

মন খারাপের দেশে মোরা মনের মতই চলি,
যখন তখন যেমন তেমন ইচ্ছে মতই বলি।
পরের ধনে স্বপ্ন খুঁজি নিজের মত করে,
বিলাসবহুল বাগানবাড়ি পরের ধনেই গড়ি।
কাজের মাঝে জানি শুধুই ফাঁকি দেয়ার তাল,
আম জনতা চোখের জলে দিচ্ছে পাড়ি কাল।
ব্রিটিশ নাকি করেছে শাসন দু'শো বছর ধরে,
পাক বাহিনীও পালিয়ে গেছে আড়াই দশক পরে।
দশক পাঁচেক হল মোদের স্বাধীন জেনে চলার,
দল বদলের পালায় পরে নেই যে কিছু বলার।

মুহররম মাসের মর্যাদা ও করনীয়

মুহররম মাস ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ মাস। কুরআন থেকে এ মাসের মর্যাদাঃ  ১) হারাম মাস হিসেবে মুহাররমের মর্যাদা, আল্লাহ ত...