মুহররম মাস ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ মাস।
কুরআন থেকে এ মাসের মর্যাদাঃ
১) হারাম মাস হিসেবে মুহাররমের মর্যাদা, আল্লাহ তাআলা বলেন– "নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি, যা আল্লাহর কিতাবে (লাওহে মাহফুজে) আসমান ও জমিন সৃষ্টির দিন থেকেই নির্ধারিত। এর মধ্যে চারটি মাস সম্মানিত। এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন। সুতরাং তোমরা এ মাসগুলিতে নিজেদের উপর জুলুম করো না" (সূরা তাওবা, আয়াত ৩৬)
- এই চারটি হারাম মাস হলো: জিলকদ, জিলহজ, মুহাররম ও রজব।
২) সময়ের হিসাব ও হিজরি ক্যালেন্ডার, আল্লাহ বলেন– "লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, এটা মানুষের জন্য সময় নির্ধারণকারী এবং হজের জন্য" (সূরা বাকারা,আয়াত ১৮৯)
হাদিস থেকে এ মাসের মর্যাদাঃ
১) রসুলুল্লাহ (সাঃ) বলেছেন–"রমজানের পর সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহাররমের সিয়াম" (সহিহ মুসলিম, হাদিস ১১৬৩)
২) তিনি আরও বলেন– "মুহাররম হলো আল্লাহর মাস, যা বছরের সর্বশ্রেষ্ঠ মাসগুলোর অন্যতম" (সুনানে নাসাঈ, হাদিস ৪২১৬) .
৩) আশুরার সিয়ামের গুরুত্ব, রসূলুল্লাহ (সাঃ) বলেন– "আশুরার সিয়াম (১০ মুহাররম) পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দেয়" (সহিহ মুসলিম, হাদিস১১৬২)
৪) ইহুদিদের বিরোধিতা করতে ৯ ও ১০ অথবা ১০ ও ১১ মুহাররম সিয়াম পালন করার নির্দেশ দিয়েছেন (মুসনাদ আহমদ, হাদিস২১৫৪)
৫) ইতিহাস ও তাৎপর্য, আশুরার দিনে আল্লাহ মূসা (আঃ) ও বনি ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন (সহিহ বুখারি)
৬) তাওবা ও ইস্তিগফার, এই মাসে তাওবা কবুলের বিশেষ সুযোগ রয়েছে (তিরমিজি, হাদিস ৭৪১)
★বিশেষত আশুরার সিয়াম বা ১০ মহররম এর সিয়াম পালন করা সুন্নত। এই সিয়াম একদিন ১০ তারিখ অথবা ৯ ও ১০ মহররম অথবা ১০ ও ১১ তারিখ পালন করা উত্তম। ২০২৫ সালে বাংলাদেশে আশুরা পালিত হবে ৬ জুলাই রবিবার ,তাই সিয়াম পালন করা যেতে পারে ৬ জুলাই অথবা ৫ ও ৬ জুলাই অথবা ৬ ও ৭ জুলাই।
★আইয়ামে বিজ ৯-১০-১১ জুলাই মাসের তিন দিন সিয়াম পালন করা, আইয়ামে বিজ (أيام البيض) হলো ইসলামী চন্দ্র মাসের প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে পালনকৃত বিশেষ তিন দিন, যেগুলোতে সিয়াম পালন করা মুস্তাহাব (প্রশংসনীয়)। এই দিনগুলোর রাতগুলো চাঁদের আলোয় উজ্জ্বল হওয়ায় এদেরকে "শুভ্র দিন" বা "আলোকিত দিন" আইয়ামে বিজ বলা হয় ।
আইয়ামে বিজের গুরুত্ব ও ফজিলত
- রাসুলুল্লাহ (সা.) বলেন, "প্রতি মাসে তিন দিন রোজা রাখলে তা ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখো" (তিরমিজি, নাসাঈ)।
- অন্য হাদিসে এসেছে, "এটি সারা বছর সিয়াম পালন করার সমতুল্য" (বুখারি, মুসলিম)।
আমরা চেষ্টা করবো মহররম মাসের করণীয় হিসাবে
১) সিয়াম পালন করাঃ-
– আশুরার তারিখ ৬ জুলাই রবিবার, ৫-৬ জুলাই, ৬-৭ জুলাই,
– আইয়ামে বিজ ৯-১০-১১ জুলাই
– প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করা
২) নেক আমল ও ইবাদত বৃদ্ধি করাঃ-
- এই মাসে বেশি বেশি নফল সালাত, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও তাওবা-ইস্তিগফার করা উচিত।
উদ্দেশ্য হলো ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, সকল প্রকার বিদআত থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের কবুল করুন, নেক আমল করা সহজ করে দিন, (আমিন)